E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশের প্রথম ৬ লেনের কালনা সেতুর উদ্বোধন সেপ্টেম্বরে’ 

২০২২ জুলাই ১৫ ১৮:৩৬:১৯
‘দেশের প্রথম ৬ লেনের কালনা সেতুর উদ্বোধন সেপ্টেম্বরে’ 

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেছেন, আগামী সেপ্টেম্বরে দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট কালনা সেতু উদ্বোধন করা হবে। আগামী এক মাসের মধ্যে এ সেতুর কাজ শেষ হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে দিনক্ষণ ঠিক করে আগামী সেপ্টেম্বরে এ সেতু উদ্বোধন করা হবে। 

তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলের প্রবেশ দ্বার হিসাবে খ্যাত কালনা সেতুর উদ্বোধন হলে বেনাপোল বন্দরের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অধিকতর সহজ হবে। বেনাপোল, যশোর, ঝিকরগাছা, পাইকগাছাসহ ওইসব এলাকার মানুষ কম খরচে কালনা সেতু ও পদ্মা সেতু হয়ে অতিদ্রুততম সময়ের মধ্যে ঢাকায় যাতায়াত ও পন্য পরিবহন করতে পারবেন।
আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সচিব টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে দাড়িয়ে কবর জিয়ারত করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান,অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউৎ,সওজ গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, সচিবের একান্ত সচিব অপূর্ব কুমার মন্ডল, নির্বাহী প্রকৌশলী ও স্টাফ অফিসার সৈয়দ হালিমুর রহমান, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

এরও আগে সচিব এবিএম আমিন উল্লাহ নূরী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর ওপর নির্মানাধীন কালনা সেতুর শেষ পর্যায়ের কাজ পর্যবেক্ষণ করেন। তিনি সেতুর বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি সেখানে কর্তব্যরত প্রকৌশলী ও কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন ও পারামর্শ দেন।

(টিকেবি/এসপি/জুলাই ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test