E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘কৃষি মৎস্য ও শিল্প সেক্টরে কাজ করতে চাই ভিয়েতনাম’

২০২২ জুলাই ১৮ ১৭:৩৫:৫৪
‘কৃষি মৎস্য ও শিল্প সেক্টরে কাজ করতে চাই ভিয়েতনাম’

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশের নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি পাম ভিয়েত সিয়েন বলেছেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের সুসম্পর্ক রয়েছে। কৃষি, মৎস্য ও শিল্প  সেক্টরে আমরা এক সাথে কাজ করতে চাই। এজন্য তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান। 

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জে চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিতে গোপালগঞ্জের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্টির সভাপতি এ্যাড. কাজী জীন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মাস্তাফিজার রহমান, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি পাম ভিয়েত সিয়েনের স্ত্রী মিসেস পাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মিঃ এ্যান, বরিশালের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুস সোবাহান, সাইফুল ইসলাম টিপু, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডি এলজি আজাহারুল ইসলাম ও গোপালগঞ্জের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত আরো বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধ ঘুরে ঘুরে দেখেছি। পদ্মাসেতু দিয়ে আমি গোপালগঞ্জে এসেছি। এখানে মৎস্য, পাট, ধান নিয়ে একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা এ সেক্টরে টেকনিক্যাল সহ সব ধরণের সাপোর্ট দিতে চাই। এ সেক্টরের উন্নয়ন হলে বাংলাদেশের তৃনমূল পর্যায়ের মানুষের জীবনমান বদলে যাবে। মংলা, পায়রা বন্দর গোপালগঞ্জের খুব কাছে। এখানে সড়ক, নৌ সহ যোগাযোগ ব্যবস্থা খুব ভাল । এখানে শিল্প কলকারখানা গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। উদ্যোক্তারা কৃষিজাত শিল্প স্থাপন করে হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। এ সেক্টরেও আমরা সহায়তার হাত প্রসারিত করতে পারি।

গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সহসভাপতি মোঃ মোশাররফ হোসেন বলেন, গোপালগঞ্জে বিদ্যুৎ, ইপিজেড ও বিসিক শিল্প নগরী আছে। আমরা এখানে যৌথ উদ্যোগে শিল্প করার প্রস্তাব দিয়েছি। এছাড়া গোপালগঞ্জের মৎস্য, পাট, ধান, সবজি ও কৃষি সেক্টরে কাজ করার জন্য আহবান জানিয়েছি। রাষ্ট্রদূত এসব সেক্টরে কাজ করার ইচ্ছা পোষন করেছেন।

বাংলাদেশ-ভিয়েতনাম চেম্¦ার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মাস্তাফিজার রহমান বলেন, গোপালগঞ্জের মাছ খুবই বিখ্যাত ও সুস্বাদু। বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা রয়েছে। এছাড়া কৃষিপন্য উৎপাদন বৃদ্ধি ও কৃষি শিল্প স্থাপনের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে বলেছি। তিনি এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।

এরআগে ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি পাম ভিয়েত সিয়েন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এছাড়া গোপালগঞ্জ চেম্বার অব কমার্স ও ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি পাম ভিয়েত সিয়েনের পক্ষ থেকে সম্মাননা স্মারক আদান প্রদান করা হয়।

(টিকেবি/এসপি/জুলাই ১৮, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test