E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম বাষিকী উদযাপন

২০২২ আগস্ট ০৮ ১৩:৪১:৩৯
কাপ্তাইয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম বাষিকী উদযাপন

রিপন মারমা, রাঙ্গামাটি : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ের আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে "কিন্নরী"তে কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যলয় আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ঝুলন দত্তের সঞ্চালনায় সভাপতিত্বে করেন কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।সেসময় প্রধান অতিথি বক্তব্যে'র মাধ্যমে তিনি বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা কে একজন মহীয়সী নারী হিসেবে উল্লেখ করেন বঙ্গবন্ধুকে দেশ সংগ্রামের পিছনে সাহস ও উৎসাহ দিয়েছেন । বিশেষ করে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণে বঙ্গমাতার অনুপ্রেরণা ছিল এক বিরল ইতিহাস।

এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা আক্তার প্রমুখ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন- কাপ্তাই থানা ওসি তদন্ত আকতার হোসেন, গণমাধ্যম কর্মী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ও নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বঙ্গমাতা জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর তহবিল হতে উপহার হিসেবে মোবাইল ব্যাংকিং উপাই (Upay) মাধ্যমে ৩ জন দরিদ্র মহিলা পরিবারে জনপ্রতি ২০০০ হাজার টাকা করে সর্বমোট ৬ হাজার টাকা এবং ৬ জন অসহায় পরিবারে প্রতি সেলাই মিশিন প্রদান করা হয় ।

(আরএম/এএস/আগস্ট ০৮, ২০২২)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test