E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিরাজগঞ্জে ৩৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

২০২২ আগস্ট ১৪ ১৪:১৭:৩৩
সিরাজগঞ্জে ৩৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়নের রূপসা বাজার থেকে ৩৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা।

শনিবার (১৩ আগষ্ট) বিকেলে উপজেলার রূপসা বাজার এলাকা থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই মোটর সাইকেলগুলো উদ্ধার করে। এ সময় ৮টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

রবিবার (১৪ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ সদর থানার (ওসি অপারেশন) সুমন কুমার দাস এতথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত জেলা সদরসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকটি সংঘবদ্ধ চোরচক্র মোটর সাইকেল চুরি করে সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে কেনাবেচা করতো।

এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সদর থানা পুলিশ, গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ ও ট্রাফিক বিভাগের সার্জেন্টের নেতৃত্বে একটি যৌথ টিম রূপসা বাজারে বিশেষ অভিযান চালায়। এ সময় বিভিন্ন ব্যান্ডের ৭০টি মোটর সাইকেল আটক করা হয়। এর মধ্যে ৩৫টি মোটর সাইকেলের বৈধ কাগজপত্র থাকায় মোটর সাইকেলগুলো ছেড়ে দেওয়া হয়। বাকি মোটর সাইকেলের কাগজপত্র না থাকায় মোটর সাইকেলগুলো উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মোটর সাইকেলগুলোর মধ্যে কিছু চোরাই মোটর সাইকেল রয়েছে। এ বিষয়ে মোটর সাইকেলের মালিকানা যাচাইসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানেই কয়েকটি সংঘবদ্ধ চোরেরা মোটর সাইকেল চুরি করে নিরাপদ স্থান হিসেবে দুর্গম চরাঞ্চল বিক্রি করতো। চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার দুর্গম মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে অভিযান চালিয়ে ৭০টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৫টির কাগজপত্র থাকায় মালিকদের মোটরসাইকেল গুলো বুঝিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে ৮টি মোটর সাইকেলের কাগজপত্র না থাকায় মামলা দায়ের করা হয়েছে। বাকি ৩৫টি মোটর সাইকেল উদ্ধার করে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

(আইএইচ/এএস/আগস্ট ১৪, ২০২২)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test