E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচন

দলীয় মনোনয়নে এগিয়ে বীর মুক্তিযোদ্বা খলিলুর রহমান

২০২২ সেপ্টেম্বর ০৬ ১৮:৪৫:৩৯
দলীয় মনোনয়নে এগিয়ে বীর মুক্তিযোদ্বা খলিলুর রহমান

ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়াম্যান জনাব মোঃ খলিলুর রহমান দলীয় মনোনয়নে এগিয়ে আছেন। পটুয়াখাল জেলা পরিষদ নির্বাচনে বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্বা মোঃ খলিলুর রহমান মোহন মিয়া এবারও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যাক্ত করেছেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে নয় (নয়) নম্বর সেক্টরের বিশেষ দায়িত্ব এবং মুক্তিযোদ্ধা হিসাবে সম্মূখ যুদ্ধে সশস্ত্র অংশগ্রহন করেছেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবার বের্গের হত্যার প্রতিবাদে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট রাত ২ টায় ১৪ জন ছাত্রলীগ কর্মী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম প্রতিবাদ মিছিল করেন।পরবর্তীতে খুনি জিয়ার পেটোয়াবাহিনী কর্তৃীক ছয়বার তাহার উপর গুলি বর্ষন করা হয়। তিনি বলেন মরহুম হাবিবুর রহমান তাহার বড়ভাই, ১৯৭৩-৭৫-৭৯-এবং ১৯৮৫ ৪ (চার) বার এমপি নির্বাচিত এবং তিনি বীর মুক্তিযোদ্ধা। তিনি জেলা আওিয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন।তার পথ অনুস্মরন করে আমি এবং আমার পরিবারের সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে একাত্ম হয়ে আছি। আমার ছোটভাই মরহুম মোঃ লুৎফর রহমান মানিক ২ নং বদরপুর ইউনিয়নের ৪ (চার) বারের চেয়ারম্যান ছিলেন।বর্তমানে মরহুম হাবিবুর রহমানের মেয়ে মোসাঃ সোনিয়া আক্তার উক্ত ইউনিয়নের চেয়ারম্যান।

ব্যক্তি রাজনৈতিক ক্যারিয়ার : ১. ১৯৬৯ আহবায়ক, স্কুল-ছাত্র সংগ্রাম, পটুয়াখালী। ২. ১৯৭৬ সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, জহুরুল হক হল শাখা, ঢাবি। ৩. ১৯৭৮ সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাবি শাখা । ৪. ১৯৭৮-৭৯ ভিপি জহুরুল হক হল ছাত্র সংসদ ঢাবি। ৫. ১৯৮০-৮১ ভিপি জহুরুল হক হল ছাত্র সংসদ ঢাবি। ৬. ১৯৮২-৮৩ সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটি। ৭. ১৯৮৭-২০১৬ মাননীয় নেত্রীর নির্দেশক্রমে জেলা আওয়ামী লীগের সদস্যপদে অর্ন্তভূক্তি, পরে সম্পাদক মন্ডলীর সদস্য হিসাবে দায়িত্ব পালন। ৮.২০১৬ চেয়ারম্যান, ঢাকা সিটি চ্যাপটার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য,বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ। ৯. ২০১৮-২০২২ চেয়ারশ্যান, জেলা পরিষদ পটুয়াখালী। ১০. ২০২২- বর্তমান প্রশাসক পটুয়াখালী।

আমি “বীরমুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান কলেজ” প্রতিষ্ঠিত করেছি। এ ছারাও আমি এলাকার প্রায় শিক্ষা-প্রতিষ্ঠনের মুল দায়িত্ব পালন করছি।সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি।সম্যক বিবেচনায় মাননীয় সভানেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে আবার দলীয় মনোনয়ন দিলে ইনশআল্লাহ আমি ভোটে নির্বাচিত হবো।

(এফএম/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test