E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নওগাঁর পত্মীতলার মাদক ব্যবসায়ী খুন গ্রেফতার ২জন

২০১৪ অক্টোবর ১০ ১৭:৩৫:৪২
নওগাঁর পত্মীতলার মাদক ব্যবসায়ী খুন গ্রেফতার ২জন

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর পত্মীতলা উপজেলার শিতল মাঠে মাদক ব্যবসায়ীদের অন্তর্দ্বন্দে রফিকুল ইসলাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী খুন হয়েছে। এঘটনায় পুলিশ ২জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, উপজেলার শিতলমাঠ এলাকা পুজোর আগে থেকে ভারত থেকে আমদানীকৃত মাদকের অভয়ারন্যে পরিনত হয়। ভারতের সীমান্ত গলিয়ে ফেনসিডিলম হেরোইন, নেশাজাত ইনজেকশন, ইয়াবা ট্যাবলেট সেখানে আনা হয় অবাধে। এসব মাদক জেলা শহরসহ দেশব্যাপী ছড়িয়ে দেয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ীদের মধ্যে মাদক ব্যবসা ও অর্থের ভাগাভাগি সংক্রান্ত বিরোধকে ঘিরে প্রথমে বাক বিতন্ডা এবং একপর্যায় শিতল মাঠের বাগানপাড়া এলাকার মৃত আরমান আলীর পুত্র রফিকুল ইসলাম (৪৮)কে প্রতিপক্ষরা খুন করে লাশ সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। সেখানে মাদক ব্যবসায়ী রফিকুলের লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী থানায় খবর দেয়। রাতেই পত্মীতলা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় আনে।

এসময় পুলিশ ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে শিতল জামাই পাড়া গ্রামের মৃত ইসরাইলের পুত্র জালাল উদ্দীন (৪৫) ও বাহার আলী মন্ডলের পুত্র ফয়জুল কবির (৩৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দু’জনই মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। এঘটনায় মৃত রফিকুল ইসলামের স্ত্রী রেবিনা বাদী হয়ে পতœীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। শুক্রবার সকালে পুলিশ রফিকুলের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(বিএম/এটিআর/অক্টোবর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test