E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেশবপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

২০২২ সেপ্টেম্বর ২৫ ১৮:৩৪:৩৪
কেশবপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : যশোরের কেশবপুর থানা পুলিশের আয়োজনে আজ রবিবার সকালে থানা ক্যাম্পাসে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সর্ব সাধারণের উপস্থিততে অনুষ্ঠিত এই ওপেন হাউজ ডে তে কেশবপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করা হয়। বর্তমান সময়ে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, চুরি ডাকাতি, কিশোর গ্যাং সহ বিভিন্ন ধরণের সামাজিক সমস্যা চিহ্নিত পূর্বক তা সমাধানের জন্য জনগণের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি শ্যামল সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি এস, এম রুহুল আমিন, সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বয় পলাশ কুমার মল্লিক ও নাসিমা সাদেক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন।

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বলেন, সমাজের হোয়াইট কালার ক্রিমিনাল মাদকের নেপথ্যে থেকে কাজ করে। যেটা সব চেয়ে ভয়াবহ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ বাহিনি জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পুলিশের অবস্থান থেকে আমরা সুন্দর সহিষ্ণু নীতি নিয়ে কাজ করব।

(এসএ/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test