E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বেড়েই চলেছে

২০২২ অক্টোবর ১৩ ১২:৫২:৪৮
ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বেড়েই চলেছে

তানভির হোসেন রাজু, কুড়িগ্রাম : কুড়িগ্রাম ফুলবাড়ীতে অবৈধ ভাবে বালু উত্তোলন বেড়েই চলেছে।এতে ফসলি জমি বাধ ঘরবাড়ি হুমকির মুখে, ভুক্ত ভোগীরা এ ব্যাপারে প্রসাসনিক কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন।

সরোজমিন পরির্দশন করে দেখা যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাখিরহাট বাজার সংলগ্ন রাস্তায় পাশে ১২০ ফিট ব্ররিং করে মাটির গভিরতা থেকে ড্রেজার শ্যালো মেশিন বসিয়ে কোনো কিছুর তোয়াক্বা না করে প্রভাব খাটিয়ে পাথরবালু উত্তোলন করেই চলেছে (প্রভাবশালী বজলে রহমান) এবং একই ভাঙ্গামোর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের বটতলার উওর রাবাইতারী গ্রামে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে (পাশা মিয়া)। পাশা মিয়া দীর্ঘ দিন থেকে বিভিন্ন জায়গায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসতেছে কিন্তু দেখার মতো কেউ নেই । সরকারি রেকর্ডভুক্ত রাস্তার উপর দিয়ে ট্রাক্টর এবং টলি ব্যাবহার করে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে, রাস্তার মাঝে মাঝে গর্তের সৃষ্টি হচ্ছে। নাম প্রকাশ করা অনিচ্ছুক ভাবে এলাকাবাসী জানায় এই অবৈধ বালু উত্তোলন করে ফসলি জমির ব্যাপক ক্ষতি করতেছে এবং পাশের জমি হুমকির মুখে কিন্তু তাদের বললে কোনো কথা তোয়ার্ক্কা না করে, উল্টা আমাদের হুমকি দেয়। এরা কার সাহসে এভাবে অবৈধ ভাবে বালু উত্তোলন করতেছে আমরা জানি না, আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনদাস জানান,আমরা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

(টিএইচআর/এএস/অক্টোবর ১৩, ২০২২)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test