E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, বিশেষ কাজের জন্য পুরষ্কৃত সাতজন

২০২২ অক্টোবর ২০ ১৭:৪৪:২২
সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, বিশেষ কাজের জন্য পুরষ্কৃত সাতজন

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। কল্যান সভায় সেপ্টেম্বর মাসে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ কাজের স্বীকৃতিস্বরুপ পুরষ্কৃত করা হয়েছে চার পুলিশ উপ-পরিদর্শক, এক সার্জেন্ট ও দুই সহকারি-উপ-পরিদর্শককে।

পুরস্কার প্রদান করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার)।

পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলো, জেলা গোয়েন্দা শাখা’র (ডিবি) উপ-পরিদর্শক মো: জুলহাজ উদ্দিন বিপিএম, পিপিএম, উপ-পরিদর্শক মো: ওয়াদুদ আলী পিপিএম, সহকারি উপ-পরিদর্শক মো: মিন্টু মিয়া পিপিএম, সদর থানার উপ-পরিদর্শক মো: রেজাউল ইসলাম শাহ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রনি কুমার দাস, সার্জেন্ট মো: শফিকুল ইসলাম ও শাহজাদপুর থানার সহকারি উপ-পরিদর্শক মো: আব্দুল বাকি।

বৃহস্পতিবার সকালে পুলিশ লাইনসে পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জেলা পুলিশের মাসিক কল্যান সভা। সভায় জেলা পুলিশের কাজের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার। এসময় পুরস্কৃতদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

সেপ্টেম্বর মাসে উল্লাপাড়া থানা এলাকায় ঘটা ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতিস্বরুপ পুরস্কার পান জেলা গোয়েন্দা শাখা’র উপ-পরিদর্শক মো: জুলহাজ উদ্দিন বিপিএম, পিপিএম, উপ-পরিদর্শক মো: ওয়াদুদ আলী পিপিএম, সহকারি উপ-পরিদর্শক মো: মিন্টু মিয়া পিপিএম।

শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারি হিসেবে পুরস্কার পান সদর থানার উপ-পরিদর্শক মো: রেজাউল ইসলাম শাহ ও শাহজাদপুর থানার সহকারি উপ-পরিদর্শক মো: আব্দুল বাকি। মোটরযান আইনে শ্রেষ্ঠ গ্রেফতারির জন্য পুরস্কৃত হন সার্জেন্ট মো: শফিকুল ইসলাম। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারি হিসেবে পুরস্কার পান বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রনি কুমার দাস।

কল্যান সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: নুর ই আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: সামিউল আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিনসহ সকল থানার অফিসার ইনচার্জগণ।

(এসআইএস/এএস/অক্টোবর ২০, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test