E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে ক্ষেতমজুর আন্দোলনের নেতা সরফ উদ্দিনকে স্মরণ 

২০২২ নভেম্বর ১১ ১৫:৪৬:৫৭
রাজারহাটে ক্ষেতমজুর আন্দোলনের নেতা সরফ উদ্দিনকে স্মরণ 

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ও ক্ষেতমজুর আন্দোলনের অন্যতম নেতা মোঃ সরফ উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চাকিরপশার ইউনিয়নের অচিনগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরফউদ্দিন স্বরণ সভা প্রস্তুতি কমিটির আহবায়ক বিশ্বজিৎ কুমার মন্ডলের আয়োজনে ইউপি সদস্য বিপ্লব মিয়ার সভাপতিত্বে স্বরণসভায় স্থৃতিচারণমুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজসেবক পাবলিক প্রসিকিউটর ও উত্তরবঙ্গ যাদুঘর এর প্রতিষ্ঠাতা এসএম আব্রাহাম লিংকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সলিডারিটি সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, দ্বিতীয় বঙ্গবন্ধু বাস্তবায়ন পরিষদ জাতীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স্বপন সরকার ভকত, বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি রওশন আরা চৌধুরী, সলিডারিটি সংস্থার সভাপতি এ্যাডভোকেট উর্মিলা চক্রবর্তী ও বঙ্গবন্ধু পরিষদ রাজারহাট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ।

উল্লেখ্য, রাজারহাট উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ও ক্ষেতমজুর আন্দোলনের অন্যতম নেতা মোঃ সরফ উদ্দিন গত ২৮ জুলাই বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবন উপজেলার চাকিরপশার ইউনিয়নের জয়দেবহায়াৎ গ্রামে ইন্তেকাল করেন।

(পিএস/এসপি/নভেম্বর ১১, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test