E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় কলেজ ছাত্রীর আত্মহত্যা

২০১৪ অক্টোবর ১৫ ১৭:১৮:০১
নওগাঁয় কলেজ ছাত্রীর আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে প্রেমিক কর্তৃক ইন্টারনেটে নগ্নছবি ছেড়ে দেয়ার ঘটনায় লোকলজ্জার ভয়ে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কথিত বখাটে প্রেমিক হিরেন চন্দ্র মন্ডল রকির বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের দোহালী গ্রামে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান শেখ শাহ আলম ফয়সাল ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই গ্রামের একাদশ শ্রেণীতে পড়ুয়া কলেজ ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পার্শ্ববতী সফাপুর ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বীরেন চন্দ্র মন্ডলের ছেলে হিরেন চন্দ্র মন্ডল রকির (২২) প্রেমের সম্পর্ক ছিল। এ প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায়ে প্রেমিক রকি গোপনে মোবাইল ফোনে প্রেমিকার নগ্ন ছবি তুলে বিভিন্ন সময় তার পরিবারকে ব্ল্যাক মেইলিং করার চেষ্টা করে।

এক পর্যায়ে ব্যর্থ হয়ে প্রেমিক রকি তার প্রেমিকার নগ্ন ছবি ইন্টারনেটে ছাড়ে এবং তার বন্ধুদের মোবাইলে ম্যাসেজ করে দেয়। ইন্টারনেটে এবং মোবাইলে নগ্ন ছবি দেয়ার ঘটনাটি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হয়ে পড়ে। এঘটনায় লোকলজ্জার ভয়ে কলেজ ছাত্রী মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে বিষপান করে। বিষপানের পর সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে বুধবার সকালে সে মারা যায়।

এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন তার বাবা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল বলে তার বাবা জানান।

(বিএম/এএস/অক্টোবর ১৫, ২০১৪)




পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test