E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন উপকরণ বিতরণ

২০২২ নভেম্বর ৩০ ১৮:২০:২১
সাতক্ষীরায় এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন উপকরণ বিতরণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : “বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করুন, জীবন বাঁচাতে সহায়তা করুন” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে ২৯টি অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন উপকরন ৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কাছে বিনামূল্যে বিতরন করা হয়েছে। 

সেবা মূলক বন্ধু সংগঠন সাতক্ষীরা-৯৩ এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও সিভিল সার্জন সাতক্ষীরার সহযোগিতায় আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলার দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুটি বেসরকারী হাসপাতালে উক্ত সিলিন্ডারসহ বিভিন্ন উপকরন বিতরন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজা রশিদ।

এ সময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপঙ্কর কুমার বিশ্বাস, সাতক্ষীরা শিশুহাসপাতালের সাধারন সম্পাদক মালেহুজ্জামান খাঁন, ফ্রেন্ডশিপ হাসপাতালের কো-অর্ডিনেটর শাহিন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি এসময় সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির হাতে ৮টি অক্সিজেন সিলিন্ডার, ৬টি ফলোমিটার, ৩টি ট্রলি, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির কাছে ৮ টি অক্সিজেন সিলিন্ডার, ৬টি ফলোমিটার, ৩টি ট্রলি, ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রতিনিধির কাছে ৮ টি অক্সিজেন সিলিন্ডার, ৮ টি ফলোমিটার, ৩টি ট্রলি এবং সাতক্ষীরা শিশু হাসপাতালের প্রতিনিধির কাছে ৫ টি অক্সিজেন সিলিন্ডার, ৫ টি ফলোমিটার, ৩টি ট্রলি বিতরন করেন।

অক্সিজেন সিলিন্ডার বিতরন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৯৩ এর বন্ধু মোফাজ্জেল হোসেন, হাবিবুল্লাহ, আসাদুজ্জামান, সিরাজুল ইসলাম, হাসানুজ্জামান, কামররুজ্জামান, শোভন, শাহিন, আব্দুল হালিম, বখতিয়ার রহমান বকুল, মাসুদ বাবু, সাব্বির হোসেন, নাসির, কাদের, আসাদ শেখ, আবু সুফিয়ান, শাহিন, জিল্লুর, রাকিব, সাইদ, সাব্বির, কাইয়ুম, তৌফিকসহ অর্ধশতাধিক বন্ধুরা।

প্রধান অতিথি এ সময় বলেন, করোনা মহামারী যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল তখন সাতক্ষীরা-৯৩ যেভাবে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে অক্সিজেনসহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরন করেছেন তা খুবই প্রশংসনীয়। তিনি এ সময় সেবা মূলক বন্ধু সংগঠন এসএসসি ৯৩ ব্যাচের অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন উপকরন বিনামূল্যে বিতরনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

(আরকে/এসপি/নভেম্বর ৩০, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test