E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সিলেটে ৬ লাখ টাকা ছিনতাই

২০১৪ অক্টোবর ১৬ ১৩:১০:৩৬
সিলেটে ৬ লাখ টাকা ছিনতাই

সিলেট প্রতিনিধি : সিলেটের লাক্কাতুড়া চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরির ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আম্বরখানা-বিমানবন্দর সড়কের মজুমদারি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাগানের এক কর্মচারী আহত হয়েছেন। ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে প্রায় একঘণ্টা ধরে বাগানের শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।

লাক্কাতুড়া বাগানের কর্মকর্তা জাফর চৌধুরী বুলবুল জানান, বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দেয়ার জন্য পূবালী ব্যাংক স্টেডিয়াম শাখা থেকে ৬ লাখ টাকা তুলে ফিরছিলেন বাগান ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান ও কর্মচারী দিপক পুরকায়স্থ তাপস।

মজুমদারি জামে মসজিদের সামনে আসার পর ৮টি মোটরসাইকেলে ১৬ জন ছিনতাইকারী এসে তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়ির গ্লাস ভাঙচুর করে ভেতরে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পীর মহল্লার দিকে পালিয়ে যায়। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দিপক আহত হন।

এদিকে ছিনতাইয়ের খবর পেয়ে বাগানের শ্রমিকরা এসে আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করে দুপুর ১২টা বিক্ষোভ করে।

এ ব্যাপারে জানতে বিমানবন্দর থানার ওসি শাহজামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


(ওএস/এইচআর/অক্টোবর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test