E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নতুন বই পেয়ে দারুণ খুশি মাগুরার আড়াই লক্ষাধিক শিক্ষার্থী

২০২৩ জানুয়ারি ০১ ১৭:২৫:১৮
নতুন বই পেয়ে দারুণ খুশি মাগুরার আড়াই লক্ষাধিক শিক্ষার্থী

মাজহারুল হক লিপু, মাগুরা : নতুন বই পেয়ে দারুণ খুশি মাগুরার মাগুরার অড়াই লক্ষাধিক শিক্ষার্থী। মাগুরার বিভিন্ন স্কুলে সকাল থেকেই দেখা যায় খুশির আমেজ। স্কুলগুলোতে বিতরণ করা হয় নতুন বই।

মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী দিবা জানায়, প্রতি বছর নতুন ক্লাসের নতুন বই দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আন্টিকে ধন্যবাদ।

মাগুরা ১ নং প্রাথমিক দ্যিালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তানজিলা বলে, নতুন ক্লাসে এসে নতুন বই পেয়ে খুব ভালো লেগেছে।

কলেজ পাড়া এলাকার অভিভাবক মাহমুদ ফজল বলেন, সরকার বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য বই প্রদান করে যা প্রশংসনীয়। এতে শিক্ষার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে।

মাগুরা সূর্যমুখী শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিজিয়া খাতুন স্বপ্না বলেন, প্রতি বছরের প্রথম দিনে সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেন। এ দিনটা ছাত্র শিক্ষক, অভিভাবক সবার কাছে উৎসবে পরিনত হয়।

রবিববার সকাল ১০টায় মাগুরা পারনান্দুয়ালী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান,জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজউদ্দোহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগ নেতা মুন্সী রেজাউল হক প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন বছরে জেলার মোট ৫০৩ টি প্রাাথমিক বিদ্যালয়ের ১ লাখ ১৯ হাজার ৪২৬ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৯ হাজার ৭২২টি বই এবং ১৭৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮৮ হাজার ৭০৫ জন শিক্ষার্থীর মাঝে ১৪ লাখ ৯৫ হাজার ২৩০টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এছাড়া জেলার ৭৪টি মাদ্রাসা ও ১০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেও বিনামূল্যে এ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ বই বিতরণ উৎসবের আয়োজন করে।

(এম/এসপি/জানুয়ারি ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test