E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঝিনাইদহে ট্রেনের চাকা ভেঙ্গে বগি লাইনচ্যুত

২০২৩ জানুয়ারি ১৬ ০০:৪৬:৩৪
ঝিনাইদহে ট্রেনের চাকা ভেঙ্গে বগি লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের চাকা ভেঙ্গে বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার রাত ৭.৪০ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই খুলনা জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান,গোয়ালন্দ থেকে ছেড়ে আসা খুলনাগামী ২৬ নং নকশীকাঁতা লোকাল ডাউন ট্রেনটি কালীগঞ্জের সুন্দরপুর নামক স্থানে পৌছালে ট্রেনের একটি চাকা ভেঙ্গে বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় যাত্রীরা বিপাকে পড়ে। স্টেশন মাষ্টারের ভাষ্যমতে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেন চালু হতে রবিবার মধ্যরাত পর্যন্ত সময় লাগতে পারে। এ জন্য ৪ ঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত হতে পারে।

(একে/এএস/জানুয়ারি ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test