E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আদমদীঘিতে ছাত্রলীগ নেতাকে পথরোধ করে মারপিট

২০২৩ জানুয়ারি ১৭ ১৮:২৮:২২
আদমদীঘিতে ছাত্রলীগ নেতাকে পথরোধ করে মারপিট

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পূর্ব শত্রুতার জেরে উপজেলা ছাত্রলীগ নেতাকে পথরোধ করে মারপিটের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা সদর ইউনিয়নের ওমর মটরসের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতা নূহু আলম বাপ্পি বাদী হয়ে সাকিব, নাজমুল, ফরহাদ, ফয়সালসহ আরও ৪ জন অজ্ঞাত নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের সাওইল গ্রামের বজলুর রহমানের ছেলে নূহু আলম বাপ্পির সাথে সদর ইউনিয়নের তালশন গ্রামের ওসমানের ছেলে সাকিবের কয়েকমাস ধরে তাদের মধ্যে বিরোধ চলছিলো। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় আদমদীঘি থেকে মুরইল কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাপ্পি। এসময় উপজেলা সংলগ্ন এলাকায় ওমর মটরসের সামনে রাস্তার উপরে পূর্ব শত্রুতার জেরে সাকিব, নাজমুল, ফরহাদ, ফয়সালসহ আরও ৪ তাকে পথরোধ করে লাঠির দ্বারা এলোপাতাড়ি মারধর করে। এতেকরে ঘটনাস্থলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর স্থানীয়রা তাকে অহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ঘটনায় ভুক্তভোগী বাপ্পি বাদী হয়ে সাবিকসহ ৮ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত সাকিব জানান, মারপিটের তেমন ঘটনা ঘটেনি। কথা-কাটাকাটি হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এস/এসপি/জানুয়ারি ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test