E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দিনমজুর সহোদরকে মারধরের অভিযোগ

২০২৩ জানুয়ারি ২২ ১৬:০৮:৩০
জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দিনমজুর সহোদরকে মারধরের অভিযোগ

শিমুল সাহা, লক্ষ্মীপুর : জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দিন মজুরকে মারধরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) শাকচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে ঐ দিন মজুর আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। আহত দিনমজুররা হলেন মোঃ জাকির হোসেন ও মোঃ সৌরভ। এ ঘটনায় লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগিরা।

অভিযোগের আলোকে জানা যায়, দিনমজুর মোঃ জাকির হোসেন ও মোঃ সৌরভের পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে পাশ্ববর্তী এলাকার মোশারফ এর পরিবারের সাথে। এ নিয়ে কয়েকবার বৈঠকের সিদ্ধান্ত হয়। কিন্তু মোশারফরা বার বার তারিখ দিয়েও আর বৈঠকে বসে নি। ঘটনার দিন বিরোধকৃত ৫শতাংশ জমি নিজেদের দাবি করলে মোশারফ ক্ষীপ্ত হয়ে উঠে। পরে তার ছেলে সনজিত সহ কয়েকজন নিয়ে জাকির ও সৌরভ এর উপর হামলা চালায়। এ সময় তারা মারাত্মক আহত হয়। পরে আহত অবস্থায় তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

জাকির আরো অভিযোগ করে বলেন, এখন আবার মোশারফ মামলা তুলে নিতে আমাদের হুমকি ধমকি দিচ্ছে। আমরা নিরীহ বিধায় আমাদের পাশে কেউ নেই। আমরা প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মোশারফকে বারবার ফোন করে ও তার বক্তব্য জানা যায় নি।

(এস/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test