E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

এসএম নুরুন্নবী স্মৃতি পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ 

২০২৩ জানুয়ারি ২৪ ১৮:৩৯:১৩
এসএম নুরুন্নবী স্মৃতি পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ 

দিলীপ চন্দ, ফরিদপুর : এসএম নুরুন্নবী স্মৃতি পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম আজ মঙ্গলবার বেলা তিনটায় ফরিদপুর প্রেস ক্লাবে লিয়াকত হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি আনোয়ারা নুরুন্নবী সভাপতিত্বে এতে প্রায় ২২৫ জন অসহায় দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি চিত্তরঞ্জন ঘোষ, অধ্যক্ষ মোশাররফ আলি, অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, সাহেব সরোয়ার, এছাড়া কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমীর বোস, শফিউদ্দিন আহমেদ, আইভী মাসুদ ,আমিনুল ইসলাম রিপন, রুবিয়া মিল্লাত, বিলকিস বেগম, এছাড়া ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর ও বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ।

(ডিসি/এসপি/জানুয়ারি ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test