E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নায়িকা হবার স্বপ্নে ৩ স্কুল ছাত্রীর পলায়ন

২০১৪ অক্টোবর ১৯ ২০:৫৮:৪০
নায়িকা হবার স্বপ্নে ৩ স্কুল ছাত্রীর পলায়ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে ৪র্থ শ্রেণীর তিন ছাত্রী নায়িকার হবার স্বপ্নে বাড়ি থেকে পালিয়ে যাবার সময় তাদের আটক করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাবার নাম করে বাড়ি থেকে পালিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয় হান্ডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর তিন ছাত্রী। এরা হলো- হান্ডিয়াল গ্রামের ময়নাল প্রামানিকের মেয়ে মিম (১০), বেজপাটিয়াতা গ্রামের লতিফ মৃধা’র মেয়ে লতা (১০) ও কর্নিপাড়ার আলতাফ হোসেনের মেয়ে আতিকা (১১)। যাবার পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এলে হাইওয়ে পুলিশ তাদের আটক করে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে এসআই গাজী নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ছাত্রীদের নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ইমদাদুল হক জানান, রবিবার দুপুরে অভিভাবকহীন অবস্থায় সিভিল পোশাকের এক শিশুর সাথে স্কুলের পোশাকে আরও দুই শিশু হাটিকুমরুল গোলচত্বর এসে ঢাকায় যাবার জন্য বাসে উঠার চেষ্টা করে। গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের স্থানীয়রা আটক করে থানায় আনে। এরপর জিজ্ঞাসাবাদে তারা জানায়, নায়িকা হওয়ার জন্য স্বপ্রণোদিত হয়ে ঢাকায় যাবার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়েছে। তারা প্রথমে ঢাকায় গিয়ে বাসাবাড়িতে ৩/৪ মাস কাজ করে টাকা সগ্রহ করে ভারতে গিয়ে নায়িকা হবে। ওই ছাত্রীরা পুলিশকে আরও জানায়, তারা কারো প্ররোচনায় বা কারো প্রলোভনে তারা বাড়ি থেকে পালায়নি।

এরপর চাটমোহর উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রকে জানানো হলে বিকেল চারটার দিকে তদন্ত কেন্দ্রর কর্মকর্তা এসআই গাজী নুরুল ইসলাম, উক্ত স্কুলের সহকারী শিক্ষক আলম হোসেন ও স্বজনরা হাটিকুমরুল হাইওয়ে থানার গেলে উদ্ধারকৃত শিশুদের তাদের কাছে হস্তান্তর করা হয়।

(এসএইচএম/এটিআর/অক্টোবর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test