E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঘোড়াঘাটে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১২০০ জনকে আসামি করে মামলা

২০২৩ জানুয়ারি ২৮ ১৭:৪৫:৪৭
ঘোড়াঘাটে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১২০০ জনকে আসামি করে মামলা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জোড়া খুনের একদিন পর বাড়ি পুড়িয়ে দেয়ায় ঘটনায় অজ্ঞাত ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে গ্রাম পুলিশ সুশিল চন্দ্র, হাবিবুর রহমান, আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ আছে, বৃহস্পতিবার যোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মন্ডলের (২৩) দাফন শেষ হয় বৃহস্পতিবার দুপুরে। পরে কতিপয় বিক্ষুব্ধ গ্রামবাসী খোদাতপুর হঠাৎপাড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন বাড়িঘরে আগুন লাগানো, ভাঙচুর, প্রয়োজনীয় জিনিসপত্র লুট এবং গরু-ছাগল চুরির ঘটনা ঘটেছে।

এর আগে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবক হত্যাকাণ্ডে নিহতের পরিবার চজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চারজনকে আটক করেন।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘এক টুকরো জমির জন্য দুটি তরতাজা প্রাণ ঝরে গেছে। এটি যেমন একটি জঘন্য কাজ তেমনি যারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের বাড়িতেও অগ্নিসংযোগ ঠিক হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি বিভিন্ন সহায়তা দেওয়া হবে। প্রকৃত দোষিদের বিচার কামনা করছি।'

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, 'অগ্নিসংযোগের ঘটনায় ১হাজার ২০০ জনকে আসামি করে তিন গ্রাম পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। এরই মধ্যে দুই যুবককে হত্যার ঘটনায় চার জনকে আটক করা হয়। পরিস্থিতি শান রয়েছে। নির্দোষদের কোন ভয়ের কারণ নেই। অপরাধিদের আইনের আওতায় আনা হবে।'

এদিকে আজ শনিবার সকালে খোদাদাতপুর গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গ্রামের দুই পক্ষের লোকজন নিয়ে একটি শান্তিপূর্ণ বৈঠক আয়োজন করা হয়েছে।

(এস/এসপি/জানুয়ারি ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test