E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে বনরক্ষীদের গুলি ছিনতাই করা তিন দস্যু আটক 

২০২৩ জানুয়ারি ৩০ ১৮:৪৩:০৮
টাঙ্গাইলে বনরক্ষীদের গুলি ছিনতাই করা তিন দস্যু আটক 

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : বনরক্ষীদের কাছ থেকে কাঠ বোঝাই গাড়ি ও গুলি ছিনতাইয়ের ঘটনায় তিন দস্যুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন টাঙ্গাইলের মধুপুরের শাহাদত আলী, আব্দুল মালেক ও সাইদুল ইসলাম।

টাঙ্গাইল র‌্যাব-১৪ এর ৩ নম্বর সিপিসি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গত ২৫ জানুয়ারি গভীর রাতে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের অরনখোলা এলাকায় গজারী গাছ কেটে তা পাচার করছে বলে সংবাদ পান বন কর্মকর্তা হামিদুল ইসলাম।

এরপর বনরক্ষীদের নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে ২৫/৩০ জন দস্যু তাদের বেদম মারধর করে। এসময় তারা রাইফেলের চার রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় ওইদিন মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এর পাঁচদিন পর র‌্যাব-১৪ এর ৩ নম্বর সিপিসি সদস্যরা টাঙ্গাইল ও গাজিপুরের বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করে। তবে ছিনতাই হওয়া গুলি এখনো উদ্ধার করা যায়নি।

(ওএস/এসপি/জানুয়ারি ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test