E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

২০২৩ ফেব্রুয়ারি ০৭ ১৮:৩৭:২১
প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গত ০৫ ফেব্রুয়ারী ২৩ ইং তারিখ রাতে বালিয়াডাংগী উপজেলায় প্রতিমা ভাঙচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখা।

আজ মঙ্গলবার দুপুরে শহরের জেলা বিএনপি’র কার্যালয়ে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মনরোন্জন সিং এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক সত্যজিত কুমার কুন্ডু সহ অনেকে। বক্তারা বলেন, দেশব্যাপি চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি একটি নীল নকশা। বক্তারা আরো বলেন, এ ঘটনায় প্রশাসনের প্রতি আমাদের সম্প্রদায়ের অনাস্থা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুততম সময়ে সুষ্ঠ তদন্তপূর্বক অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ সংখ্যালঘুদের বসতবাড়ী জানমাল রক্ষায় সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে দেশের স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সহ সুধীজন উপস্থিত ছিলেন।

(এফআর/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test