E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

২০২৩ ফেব্রুয়ারি ১০ ১৯:২৮:৩১
তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

আসাদ সবুজ, বরগুনা : বরগুনার তালতলীতে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেছে ভাংঙ্গারী ব্যবসায়ী।  অপরদিকে সংবাদ প্রকাশ করায় মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় ভাঙ্গারী ব্যবসায়ী মশিউরের ভাঙ্গারীর দোকানের মালামাল তালতলী ছাহেহীয়া মাদ্রাসা মাঠে রেখে শিক্ষার্থীদের খেলাধূলাসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। সৃষ্ট সমস্যার বিষয়গুলো নিয়ে দৈনিক মানবকন্ঠ পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি ও তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন স্থানীয় দৈনিক দীপাঞ্চলসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পরেই মশিউরের মাদ্রাসা মাঠে রাখা মালমাল অন্যত্র সরিয়ে ফেলতে হয়।

সেই ক্ষোভে ক্ষিপ্ত হয়ে গত ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই সাংবাদিকের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে তালতলী থানা সড়ক এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী মশিউর। মামলার অভিযোগে ভাঙ্গারী ব্যবসায়ী মশিউর ভুক্তভোগী ওই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাদাবীর কথাও উল্লেখ করেন।

মামলার বাদী ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর এ ব্যাপারে বলেন, মাদ্রাসার মাঠে মালামাল রাখলে এত সমস্যার কি? আর ও কথায় কথায় নিউজ করে। আমার কাছ থেকে চাঁদা নেয়, তাই ওরে মামলা দিয়ে দিছি।

ভুক্তভোগী সাংবাদিক শাহাদাৎ হোসেন বলেন, সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য ও চোরাকারবারিদের বিরুদ্ধে সাংবাদিকরা যেন সংবাদ প্রকাশ করতে সাহস না পায়, তাই আমাকে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা।

তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ইউসুফ আলী বলেন, ভাঙ্গারি মালামাল নিয়ে কেউ নিউজ করলেই ব্যবসায়ীদের হাতিয়ার চাঁদাবাজি মামলা এর আগেও সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। সাংবাদিক শাহাদাতের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

(এএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test