E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জীবিত অবস্থায় নিজের কবর বানালেন দুলাল ফকির

২০২৩ ফেব্রুয়ারি ১৭ ১৭:৫১:০১
জীবিত অবস্থায় নিজের কবর বানালেন দুলাল ফকির

আসাদ সবুজ, বরগুনা : বরগুনায় মৃত্যুর আগেই নিজের কবর (সমাধি) তৈরি  করেছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। ওই বৃদ্ধের ইচ্ছা মৃত্যুর পরে এখানেই যেন তাকে দাফন করা হয়। বিষয়টি বর্তমানে টক অফ দি টাউনে পরিনত হয়েছে।

নিজের কবর তৈরি করা ওই বৃদ্ধের নাম দুলাল ফকির। তিনি বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের পোকটাখালী এলাকায় বসবাস করেন। বরগুনায় তিনি "ডোম দুলাল" নামে সকলের কাছে বেশ পরিচিত। দুলাল ফকির প্রায় ৩৫ বছর ডোমের (মৃতদেহ কাটা ছেড়া) কাজ করেছেন। এছাড়াও ঝাড় ফুকের মাধ্যমে সাপে কাটা রোগীদের সুস্থ করারও কাজ করেন তিনি।

নয় ছেলে ও এক মেয়েকে নিয়ে সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকার ঢলুয়া আবাসন প্রকল্পের বরাদ্দকৃত দুটি ঘরে যৌথভাবে বসবাস করে আসছেন দুলাল ফকির । এখানেই সরকার কর্তৃক নির্ধারিত ১০ একর জমির সামান্য একটু অংশে নির্মাণ করেছেন তার নিজের কবরস্থান।

দুলাল ফকির বলেন, বরগুনা জেলা ঘোষনা হওয়ার পর থেকেই পৌর শহরের ১ নং ওয়ার্ডের চরকলোনিতে ৩৫ বছর যাবৎ ডোমের কাজ করেছি, এখন আমার ছেলে ডোমের কাজ করে। সারা জীবন ডোমের কাজ করেই নিজের ও পরিবারের ভরনপোষণ করেছি। শেষ বয়সে আমি কারো বোঝা হতে চাই না। মৃত্যুর পরে যেন আমাকে এই কবরেই দাফন করা হয়, তাই জীবিত থাকা অবস্থায় আমি নিজেই নিজের কবরস্থান নির্মাণ করে জায়গা নির্ধারণ করে রেখেছি।

স্থানীয় গণকবর জামে মসজিদের ইমাম মাওলানা আবু হানিফ বলেন, মৃত্যুকে স্মরণ করা, কবরের জায়গা নির্ধারণ করা বা কবরের নির্ধারিত জায়গা উঁচু করা ইসলামে এ বিষয়গুলো ভালো এবং জায়েজ আছে। কিন্তু কবর খোড়া, কাফনের কাপড় কিনে ঘরে রাখা এগুলো এক প্রকার বাড়াবাড়ি।

(এএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test