E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বইমেলা শুরু

২০২৩ ফেব্রুয়ারি ২০ ১৮:৫৩:৩৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বইমেলা শুরু

রিপন মারমা, রাঙ্গামাটি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে দু’দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুল আলী মঞ্চে অনুষ্ঠিত বইমেলার প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বই মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২১টি স্টল রয়েছে। বই মেলার পাশাপাশি একই স্থানে জেলা শিশু একাডেমির আয়োজনে রচনা প্রতিযোগিতা, জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আবৃত্তি প্রযোগিতা, জেলা স্কাউটের আয়োজনে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।পরে, সোমবার বিকালে মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জেলা শহরে দু’দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শণ করা হবে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test