E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে গ্রেফতারকৃত ৩০ বিএনপি নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলা, কারাগারে প্রেরণ

২০২৩ ফেব্রুয়ারি ২৬ ২০:৩৪:৩৩
বাগেরহাটে গ্রেফতারকৃত ৩০ বিএনপি নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলা, কারাগারে প্রেরণ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে বিএনপির পদযাত্রা থেকে কেন্দ্রীয় নেতা ও জেলা আহ্বায়কসহ গ্রেফতারকুত ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশ শনিবার সন্ধ্যায় বিএনপির এসব নেতাকর্মীকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরনে নির্দেশ দেন। এসব নেতাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী রবি, কচুয়াা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা তাঁতি দলের সদস্য সচিব জিল্লুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু।

দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার দুপুরে বাগেরহাটে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. ওবায়দুল ইসলাম দাবী করেন, শহরে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশ হামলা চালিয়ে পন্ড করে দেয়, দলের ৩০ নেতাকর্মীদের গ্রেফতার করে। পরে পুলিশ বিএনপির সাবেক সভাপতি সালমের বাড়ী থেকে ৭টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়েছে। অবিলম্বে পুলিশের সাজানো মামলা প্রত্যাহার ও দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবী জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, জেলা পুলিশ শান্তি শৃংখলা বিঘ্নের আশঙ্কায় শনিবার পদযাত্রা বন্ধ রাখতে বললেও শহরে বড় ধরনের নাশকতা করতে জড়ো হওয়ায় বিএনপির ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এসময়ে সাবেক সভাপতি সালমের বাড়ী থেকে ৭টি ককটেলসসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় থানা পুলিশের এসআই সৈয়দ আবু সুফিয়ার বাদী হয়ে গ্রেফতারকৃত ৩০জনসহ বিএনপির ৪৭ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের সন্ধ্যায় আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

(এসএসএ/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test