E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৌলভীবাজারে যুবকের জিন্সের প্যান্টের পকেটে মিললো ৪০ পিস ইয়াবা!

২০২৩ ফেব্রুয়ারি ২৭ ০০:২১:২৩
মৌলভীবাজারে যুবকের জিন্সের প্যান্টের পকেটে মিললো ৪০ পিস ইয়াবা!

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে যুবকের জিন্সের প্যান্টের পকেট তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আটগাঁও গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মোট ৪০ পিস ইয়াবা।

এ ঘটনায় রুমন খান নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক রুমন খান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পৈলনপুর গ্রামের গেদা খানের ছেলে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গোপন সংবাদে খবর পেয়ে মাদক দ্রব্য উদ্ধারে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আটগাঁও গ্রামের বিপুল মাস্টারের বাড়ির সামনের সড়কে চেকপোস্ট বসানো হয়।

এসময় মৌলভীবাজার থেকে শমশেরগঞ্জগামী সড়ক দিয়ে চলাচলকারী একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সাকে থামার জন্য সিগন্যাল দেয়া হয়। সিগন্যাল দেয়ার পর সিএনজিতে থাকা চালক ও যাত্রীদের দেহ তল্লাশি করে সিএনজি চালক মোঃ রুমন খানের পরনে থাকা জিন্স প্যান্টের পকেট থেকে একটি পাইলট সিগারেটের প্যাকেটে রক্ষিত কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ওই ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, ইয়াবা উদ্ধার ও আটককৃত যুবকের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(একে/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test