E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুয়াকাটায় স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

২০২৩ ফেব্রুয়ারি ২৮ ০০:৩৯:১৫
কুয়াকাটায় স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা পৌর শহরের খাজুরা গ্রামে গলায় ফাঁস দেয়া এক স্কুল ছাত্রীর মরদেহ কুয়াকাটা হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মহিপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে।

নিহত স্কুল ছাত্রীর নাম তানিয়া (১৬)। সে খাজুরা গ্রামের অটোচালক কবির হাওলাদারের মেয়ে ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালযের দশম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হলে তরুনী ঘরে গিয়ে দড়জা বন্ধ করে দেয়। অনেকক্ষণ তার সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত নিথর দেহ দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, তারা খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেন। মৃত্যুর কারন অনুসন্ধানে তারা কাজ শুরু করেছেন। এ ঘটনায় আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

(এমকেআর/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test