E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যোগদানের প্রথম মাসেই মৌলভীবাজারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হারুনূর রশীদ চৌধুরী 

২০২৩ মার্চ ০৭ ১৮:০৮:১০
যোগদানের প্রথম মাসেই মৌলভীবাজারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হারুনূর রশীদ চৌধুরী 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : চলতি বছরের ৫ ফেব্রুয়ারি মৌলভীবাজার সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। যোগদানের প্রথম মাসেই রেকর্ড সৃষ্টি করেন তিনি। পুলিশ হেডকোয়ার্টার এর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মানদন্ডের বিচারে ওই মাসেই জেলার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা শেষে জেলার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি হিসেবে পাওয়া পুরস্কারের ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

বিষয়টি নিশ্চিত করে দুপুরে গণমাধ্যমে পাঠানো তথ্যে পুলিশ জানায়, থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এ পুরস্কার প্রদান প্রতিমাসেই জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় নিয়মিত হয়ে আসছে। এই পুরস্কার প্রাপ্তির ফলে কর্মকর্তারাও হন অনুপ্রাণিত।

জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,ডিআইও-(১), ডিএসবি মৌলভীবাজার,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন), সদর ট্রাফিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার প্রাপ্ত মৌলভীবাজার সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন,যোগদানের প্রথম মাসে বিভিন্ন মানদন্ডের বিচারে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়া এ অর্জনের কৃতিত্ব থানার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। এ প্রাপ্তি পুলিশি সেবায় অনুপ্রেরণা যোগাবে।

(একে/এসপি/মার্চ ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test