E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সর্ম্বধনা

২০২৩ মার্চ ১২ ০০:৩৩:২৯
ধামরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সর্ম্বধনা

দীপক চন্দ্র পাল, ধামরাই : উৎসব মুখর পরিবেশে শনিবার সকাল এগারটায় ধামরাইয়ের এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদের নিজ উদ্যোগে উপজেলার সকল শিক্ষ। প্রতিষ্ঠান থেকে জিপিএ এ প্রাপ্ত ১৫ শত শিক্ষার্থীকে সর্ম্বধনা দিয়েছেন। এদের সাথে উপস্থিত ছিলেন তাদের অভিভাবকবৃন্দ। সেই সাথে ধামরাইয়ের সকল মুক্তিযোদ্ধাদের ও সম্বর্থনা দেওয়া হয়েছে। সকল বীর মুক্তিযোদ্ধারে ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। দুপুরে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।

এই সকল কৃতি শিক্ষার্থীদের সর্ম্বধনা প্রদানে তাদের অভিভাবকরা উৎফুল্ল হয়েছেন। ধামরাই উপজেলার ভার প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিশাল মঞ্চে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামরাইয়ের এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ । বিশেষ অতিথি ছিলেন জাঃবিঃর উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ নূরুল আলম, গণ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আবুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আলীম থান সেলিম, বেসরকারি সংগঠন সজাগের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মতিন, বেসরকারি সংগঠন এসডিআই পরিচালক সামছুল হক, ধামরাই থানার ওসি মোঃ আতিকুর রহমান, ধামরাইয়ের মেয়র গোলাম কবীর মোল্লা। আলোচনা সভার মাঝে সংঞীত ও নৃত্য পরিবেশন করে শিল্পীরা।

(ডিসিপি/এএস/মার্চ ১২, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test