E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নীলফামারীতে ম্যাব প্রেসিডেন্ট দেওয়ান কামালের নাগরিক সংবর্ধনা ১৮ মার্চ

২০২৩ মার্চ ১২ ১৫:৫৯:৩৮
নীলফামারীতে ম্যাব প্রেসিডেন্ট দেওয়ান কামালের নাগরিক সংবর্ধনা ১৮ মার্চ

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) প্রেসিডেন্ট পুনরায় নির্বাচিত হওয়ায় নীলফামারীতে দেওয়ান কামাল আহমেদকে সংবর্ধনা দেবে নাগরিক সংবর্ধনা কমিটি। 

নীলফামারী পৌরসভার টানা ৬ষ্ঠ বারের মতো নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ মিউনিসিপ্যাল সোসাইটি অব বাংলাদেশ (ম্যাব) সভাপতি পুনরায় নির্বাচিত হওয়ায় ১৮ মার্চ তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। নীলফামারী বড় মাঠে এই সংবর্ধনার আয়োজন করেছে নাগরিক সংবর্ধনা কমিটি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, বিশেষ অতিথি থাকবেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন সরকার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ।

সভাপতিত্ব করবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুহম্মদ জোনাব আলী। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা অপু বিশ্বাস, কণ্ঠশিল্পী ইমরান খান ও জনপ্রিয় ব্যান্ড দল লালন সংগীত পরিবেশন করবে।

(ওকে/এসপি/মার্চ ১২, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test