E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নীলফামারীতে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

২০২৩ মার্চ ১২ ১৭:৩০:৫১
নীলফামারীতে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

নীলফামারী প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হলো নীলফামারীতে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আজ রবিবার দুপুর ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

এর আগে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করেছে। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি আলমগীর গণি।

জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম আবুল হোসেন শাহের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক সৈয়দা রোকসানা জামান ছানু, দৈনিক নীলকথার সম্পাদক কাজী মাহাবুবুল হক দোদুল, সদর থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুজ পারভেজ উজ্জ্বল, সাংবাদিক ওয়াজেদুর রহমান কনক জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওকে/এসপি/মার্চ ১২, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test