E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাথরঘাটায় কৃষকদের নিয়ে কর্মশালা 

২০২৩ মার্চ ১৪ ১৭:২৩:৩৫
পাথরঘাটায় কৃষকদের নিয়ে কর্মশালা 

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় কৃষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় কৃষি কাজে জৈব সারের ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও রাসায়নিক সারের নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করা হয় এবং রাসায়নিক সার ছাড়াও জৈব সার প্রয়োগের মাধ্যমে কৃষি পন্য উৎপাদন বৃদ্ধি করা যায়। রাসায়নিক সারের খতি কর দিক নিয়ে কৃষকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন লক্ষ্যে অ্যাকশন ফর ট্রান্সফরমেশন (A4T) প্রকল্পের আওতায়  পাবলিক ন্যারেটিভ পরিবর্তনের জন্য প্রচারণা চালানো হয়।

আজ মঙ্গলবার সকাল দশটার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন আমড়াতলা গ্রামের কৃষকদের নিয়ে রাসায়নিক সারের নেতিবাচক দিক এবং কৃষি কাজে জৈব সারের ইতিবাচক দিকগুলো নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালাটি একশেন এইডের অর্থায়নে বাস্তবায়নে করে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর একতা যুব সংঙ্গ।

এসময় উপস্থিত ছিলেন, একশেন এইড বাংলাদেশের পাথরঘাটা ইনস্পিরেটর রুকাইয়া আহমেদ, এনএসএস এর প্রোজেক্ট কোওরডিনেট দেবাশীষ কর্মকার, প্রোজেক্ট অফিসার রুমা বেগম, ফিন্যান্স ও এডমিন রুহুল আমিন, নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর পাংখুরী যুব সংঙ্গের সদস্যরা ও একতা যুব সংঙ্গের সদস্যরা উপস্থিত ছিলেন।

(এটি/এসপি/মার্চ ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test