E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাটোরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসূচীর উদ্বোধন

২০২৩ মার্চ ১৫ ১৬:১০:১৯
নাটোরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসূচীর উদ্বোধন

অমর ডি কস্তা, নাটোর : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ’র উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল ৯টায় বিআরটিএ নাটোর সার্কেলের আয়োজনে ২ শতাধিক লাইসেন্স প্রত্যাশীদের নিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। প্রথম দিনে এইসব লাইসেন্স প্রত্যাশীদের ফিঙ্গার ও পরীক্ষা নেয়া হয়। সহজে ড্রাইভিং লাইসেন্স পাবার সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি সেবা গ্রহিতারা।

বিআরটিএ নাটোর সার্কেলের সহকারী পরিচালক এফ.এইচ.এম মঈদুর রহমান জানান, একই দিনে পরীক্ষা ও ফিঙ্গার নেবার ফলে সেবাপ্রত্যাশীদের সময় বেঁচে যাচ্ছে। এছাড়া লাইসেন্স কার্ড প্রস্তুত হলে তা ডাকযোগে গ্রহকদের বাড়িতে পৌঁছে যাবে। এর ফলে ভোগান্তি কমার পাশাপাশি দালালদের দৌরাত্ম্য কমে আসবে। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মোটরযান পরিদর্শক শরিফুল ইসলাম, উচ্চমান সহকারী মিজানুর রহমান, ট্রাফিক পুলিশ পরিদর্শক সাদাকাতুল বারীসহ অন্যান্যরা।

(এডিকে/এসপি/মার্চ ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test