E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশী জাহাজ

২০২৩ মার্চ ২০ ০০:৫৫:১৯
বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশী জাহাজ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ১ হাজার ৪১১ দশমিক ৬২৯ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে পানামার পতাকাবাহী ‘এম ভি এভার চ্যাম্পিয়ন’। রবিবার সকাল ১০টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। এর আগে জাহাজটি গত ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর থেকে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্যেশে ছেড়ে আসে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মেশিনারি পণ্য নিয়ে পানামার পতাকাবাহী এম ভি এভার চ্যাম্পিয়ন জাহাজটি রবিবার সকাল ১০টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। জাহাজটিতে থাকা ১৪৪ প্যাকেজের ১ হাজার ৪১১ দশমিক ৬২৯ মেট্রিক টন মেশিনারি পণ্য এখন খালাস চলছে। দুই দিনের মধ্যে এসব মেশিনারি পন্য খালাস শেষে নৌ পথে সেগুলো যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হবে। এরআগে এই সেতুর মেশিনারি পণ্য নিয়ে গত ৫মার্চ মোংলা বন্দরে আসে হাইডং-৯ জাহাজ। এ জাহাজে ১৭১ প্যাকেজের ১ হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য আসে। সেগুলোও ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

(এসএসএ/এএস/মার্চ ২০, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test