E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রমজান মাসে নারায়ণগঞ্জ শহরে ট্রাফিক পুলিশের ৮টি চেকপোস্ট স্বয়ংক্রিয় থাকবে

২০২৩ মার্চ ২০ ১৬:১১:৫৪
রমজান মাসে নারায়ণগঞ্জ শহরে ট্রাফিক পুলিশের ৮টি চেকপোস্ট স্বয়ংক্রিয় থাকবে

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : শহরকে যানজট, হকারমুক্ত ও জনসাধারণের নির্বিগ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রমজান মাস উপলক্ষে কমিউনিটি পুলিশের সদস্যদের পোশাক বিতরণ প্রক্রিয়ার সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, গত রমজানেও শহরকে যানজট ও হকারমুক্ত রাখতে পুলিশের পক্ষ থেকে আমরা পরিকল্পনা নিয়েছিলাম। সেটার সফলতা নারায়ণগঞ্জবাসী দেখেছে। আমরা সকলের সহযোগীতা কামনা করছি।

সোমবার (২০ মার্চ) শহরের চাষাঢ়া এলাকায় রমজানে যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান স্যারই এটার অর্থায়ন করেছেন। তার সাথে মাহে রমজানে যাতে ট্রাফিক ব্যাবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই লক্ষ্যে আমাদের বৈঠক হয়েছে। আজ থেকে সেই কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, স্থায়ী সমাধান পুলিশের একার পক্ষে সম্ভব নয়। চাষাঢ়ায় কোন স্ট্যান্ড থাকার কথা না, স্ট্যান্ড নেইও। অনেক সময় যাত্রী ওঠনামা করে পাঁচ মিনিট অপেক্ষা করে। আমাদের অফিসাররা গেলেই যাচ্ছি যাচ্ছি বলে। ততক্ষণে আরও কয়েকটা বাস দেখা যায় এসে দাঁড়িয়ে যায়।

তিনি বলেন, আমাদের কমিউনিটি পুলিশদের সম্মানি দিতে হয়। সে পরিমান ফান্ডও আমাদের নেই। আমাদের পুলিশের সংখ্যাও পর্যাপ্ত নয়। তবুও আমরা যে জিনিসটা শুরু করেছি আশা করি এটা আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারবো।

বাজার মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা মিটিং করেছি। ব্যাবসায়ীদের আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। হুট করে যদি কেউ দ্রব্যমূল্যের দাম বাড়ায় তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

এক নজরে চেকপোস্ট সমূহ গুলোঃ ১, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, ২, মহিলা সরকারি উচ্চ বিদ্যালয় (পঞ্চবটি রোড), ৩, খানপুর মোড়, ৪, মিশন পাড়া ক্রসিং, ৫, মন্ডলপাড়া ব্রিজ, ৬, রাসেল পার্কের সামনে, ৭, ডায়মন্ড হল (দেওভোগ গলি) ৮, ১নং রেলগেট। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কমিউনিটি পুলিশ কাজ করবে বলে জানান তিনি।

এসময় নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খসরু, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, নারায়ণগঞ্জ ট্রাফিকের টিআই এডমিন আব্দুল করিম শেখ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এমএস/এএস/মার্চ ২০, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test