E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে দেশাল মার্ট ফ্যাশন’র উদ্বোধন

২০২৩ মার্চ ২০ ১৬:২৯:৫৬
সোনারগাঁয়ে দেশাল মার্ট ফ্যাশন’র উদ্বোধন

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশাল মার্ট ফ্যাশন লিঃ নামে একটি শোরুম এর উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে গতকাল রবিবার সন্ধ্যায় ফিতা কেটে নতুন ভাবে এই শোরুমটি উদ্বোধন করা হয়। 

পোষাকে নতুনত্ব ডিজাইনের সমাহার নিয়ে সোনারগাঁয়ের আয়ুব প্লাজায় দ্বিতীয় তলায় বড় পরিসরে কেক কেঁটে উদ্বোধনের মাধ্যমে এর যাত্রা শুরু করলেন দেশাল মার্ট ফ্যাশন লিঃ কতৃপক্ষ। দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে দেশাল মার্ট ফ্যাশন লিঃ প্রবেশ করলো পোষাকের স্মার্ট যুগে। যোগ হলো দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় সব পোশাক ব্র্যান্ডের পাশে এক নতুন নাম দেশাল মার্ট।

এসময় প্রতিষ্ঠানের কর্ণধার নজরুল ইসলাম মনির বলেন, আইয়ুব প্লাজায় ২য় তলায় শোরুমের যাত্রা শুরু করলাম। সামনে আরো বহুদূর এগিয়ে যেতে চাই। আমরা পোশাকের মানের ক্ষেত্রে কোন রকমের কম্প্রোমাইজ করবো না। সুলভ মূল্যে ক্রেতাদের নতুনত্বের ছোঁয়া দিতে দেশাল মার্ট সব সময় কাজ করে যাবে। শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়াই মূল লক্ষ্য বলে জানান তিনি।

দেশাল মার্ট'র শোরুমে ছেলে/মেয়ে বাচ্চা সহ সব ধরনের পোশাক পাওয়া যাবে। মূলত দেশাল মার্ট পোশাক মানেই নতুনত্বের ছোঁয়া। রকমারি ও বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে দেশাল মার্টে। এছাড়াও পাওয়া যাবে, দেশী, ইন্ডিয়ান, পাকিস্তানি থ্রিপিস, ওয়ান পিস, গাউন, সারারা, বোরকা, মেয়ে বাচ্চাদের ফ্রক, লেহেঙ্গা, রেডিমেড জামা, মানিব্যাগ, পার্টস ব্যাগ সহ মেয়েদের সকল প্রকার পন্য।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আশ্রাফুজ্জামান, এ্যাডঃ ফজলে রাব্বি, শেখ এনামূল হক বিদ্যুৎ, আজিজুল ইসলাম মুকুল, জহিরুল ইসলাম খোকন, করিম আহাম্মেদ, সোনিয়া, স্বাধীন, মনির প্রবাসী, পারভেজ, মাজেদ, সামির সরকার সবুজ প্রমূখ।

(এসবি/এসপি/মার্চ ২০, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test