E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন

২০২৩ মার্চ ২১ ১৯:৩২:২৬
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) জেলা শাখা। মঙ্গলবার(২১ মার্চ) দুপুরে শহরের নিরালা মোড়ে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. আজহার আলী মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সহ-সভাপতি রেনুবর রহমান, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. সোলায়মান দেওয়ান, কালিহাতী উপজেলার সহ-সভাপতি বাবর আলী তালুকদার প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

(এসএএম/এএস/মার্চ ২১, ২০২৩)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test