E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি, শামচুল সভাপতি, লিংকন সম্পাদক

২০২৩ মার্চ ২৫ ১৪:১০:৩১
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি, শামচুল সভাপতি, লিংকন সম্পাদক

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শামচুল হককে সভাপতি ও লিংকন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়।

শুক্রবার (২৪ মার্চ) বিকালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী এক বছর মেয়াদী নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তানভীর ইসলাম সজল, শেখ সোহেল, রিয়াদুল ইসলাম লিমন, জোনায়েদ সিদ্দিকী, রাজীব শেখ, সোহেল ফকির, রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল হাসান রিপন, সাজিদুর রহমান সোহান, জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান মোল্লা, বিএম তন্ময়, শাহিন বিশ্বাস।

এদিকে নতুন কমিটি ঘোষনার সাথে সাথে টুঙ্গিপাড়ায় আনন্দের বন্যা বয়ে যায়। পদ পাওয়া ছাত্রলীগ নেতৃবৃন্দদের মিষ্টি খাইয়ে ও ফুল দিয়ে বরণ করে নেন নেতা কর্মী এবং স্বজনরা। বিতরণ করা হয় মিষ্টি।

নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেটি বিলুপ্ত করা হয়েছে। আগামী এক বছরের জন্য টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ আকারে রূপ দিয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ বরাবর পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য ২০১৩ সালে সম্মেলনরে মাধ্যমে গঠিত কমিটি দীর্ঘ ১০ বছর টুঙ্গিপাড়া ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করেছে।

(টিকেবি/এএস/মার্চ ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test