E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রূপপুর পারমাণবিকের গাড়ি চালক হত্যার আসামী আব্দুল মমিন গ্রেফতার

২০২৩ মার্চ ২৭ ১৮:১৯:১৯
রূপপুর পারমাণবিকের গাড়ি চালক হত্যার আসামী আব্দুল মমিন গ্রেফতার

ঈশ্বরদী প্রতিনিধি : র‌্যাব-১২ এর বিশেষ অভিযানে এবং র‌্যাব-৩ এর সহযোগীতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিম কোম্পানীর পরিচালকের গাড়ি চালক সম্রাট খান হত্যা মামলার আসামী আব্দুল মমিনকে গ্রেফতার করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার র‌্যাব কর্তৃক আসামী আব্দুল মমিনকে গ্রেফতারে খবর নিশ্চিত করেছেন।

র‌্যাব-১২ প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্রাট হত্যাকান্ডের ঘটনায় ঈশ্বরদী থানায় গত ২৫ মার্চ রাতে হত্যা মামলা দায়ের হয়। মামলা নম্বর-৫৮, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। হত্যাকান্ডের পর হতেই আসামী মমিন আত্মগোপনে চলে যায়। এজাহার নামীয় পলাতক আসামী মমিনকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন পিপিএম-এর দিক নির্দেশনায় সিরাজগঞ্জের অফিসার ফোর্স বিশেষ অভিযানে নামে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও র‌্যাব-৩ এর সহযোগিতায় গত ২৬ মার্চ দিবাগত রাতে ঢাকার হাতিরঝিল থানাধীন বাংলা মোটর এলাকা হতে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি আব্দুল মমিন(৩২) কে গ্রেফতার করা হয়। ধৃত মমিন ঈশ্বরদীর বাঁশেরবাদা মধ্যপাড়া গ্রামের বাহাদুর খাঁর পুত্র। র‌্যাব আরও জানায়, আটক আসামি আব্দুল মমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ধারনা করা হয় যে, পরকীয়া প্রেমের সম্পর্কের কারণে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে। গ্রেফতারকৃত আসামী আব্দুল মমিনকে ঈশ্বরদী থানার মাধ্যমে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে র‌্যাব জানিয়েছে।

প্রসঙ্গত: নিখোঁজের দুই দিন পর গত ২৫ মার্চ সকালে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকা থেকে চালক সম্রাট খানের লাশসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানির ব্যবহৃত প্রাডো গাড়িটি উদ্ধার হয়। নিহত গাড়িচালক সম্রাট হোসেন (২৯) ঈশ্বরদী পৌর শহরের মধ্য অরণকোলা (আলহাজ ক্যাম্প) এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। পুলিশ এঘটনায় নিহত সম্রাটের বন্ধু একই উপজেলার বাঁশেরবাদা গ্রামের আব্দুল মমিনের স্ত্রী সীমা খাতুনকে (৩০) আটক করে। জিজ্ঞাসাবাদে সীমা খাতুন স্বীকার করেন তিনিই সম্রাটকে হত্যা করেছেন। আর লাশ বস্তায় ভরে প্রাডো গাড়িতে তুলে স্বামী আব্দুল মমিন নিয়ে গেছে। এরপর থেকেই মমিন পলাতক ছিলো।

এদিকে ২৬ মার্চ রবিবার বিকেলে ঈশ্বরদী থানা পুলিশ অধিকতর তদন্তের স্বার্থে আব্দুল মমিনের স্ত্রী সীমা খাতুনকে আদালতের মাধ্যমে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

(এসকেকে/এসপি/মার্চ ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test