E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে বিরোধপূর্ণ জায়গায় ভবন নির্মাণ কাজ শুরু করায় ফের উত্তেজনা

২০২৩ মার্চ ২৯ ১৫:০৮:৫৫
শ্রীনগরে বিরোধপূর্ণ জায়গায় ভবন নির্মাণ কাজ শুরু করায় ফের উত্তেজনা

আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজার সংলগ্ন একটি বিরোধপূর্ণ জায়গায় মার্কেট নির্মাণ কাজ শুরু করায় এলাকায় ফের উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় যে কোন সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে রুপ নিতে পারে। ওই এলাকার মো. হাবিবুর রহমান গং বিরোধপূর্ণ ওই জায়গা গত কয়েকদিন আগে কাজ শুরু করলে একই এলাকার ফরেজ মোড়ল গংদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। 

জানা যায়, শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের আল-আমিন বাজার সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে কামারগাঁও মৌজায় (এসএ ২০১৯, সিএস ও এসএ ১৩৮, আরএস ১৩৫ মোট ৮০ শতাংশ সম্পত্তির) ১৮ শতাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। অভিযোগ উঠেছে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্বেও হাবিবুর রহমান গং পেশি শক্তির বলে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে ওই জায়গায় বহুতল ভবন নির্মাণে বেশকিছু শ্রমিককে কাজ করতে দেখা যায়। এ সময় হাবিবুর রহমান ও তার লোকজনকে উপস্থিত থাকতে দেখা গেছে। হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ক্রয় সূত্রে জায়গাটির মালিক আমরা। তাই কাজ শুরু করেছেন। আদালতে চলমান মামলা বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই পক্ষটি আদালতে একটি রেকর্ড সংশোধনীর মামলা করেছেন। তবে এই জায়গায় কাজের বিষয়ে আদালতের কোন নিষেধাজ্ঞা রয়েছে কিনা তা আমাদের জানা নেই।

ফরেজ মোড়ল বলেন, হাবিবুর রহমানরা কয়েকদিন ধরে আমাদের মামলাধীন জায়গায় কাজ করছে। তিনি আরও বলেন, গত ২৭ মার্চ মুন্সীগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন। শ্রীনগর থানায় এ ব্যাপারে কোন অভিযোগ নিচ্ছে না। আদালতের নিষেধাজ্ঞার কপিও দেখাইছি কোন লাভ হয়নি।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন মোড়ল বলেন, ফয়েজ মোড়ল আমার মামা। মঙ্গলাবার বিকালে থানায় আমিও গিয়েছিলাম অভিযোগ দায়েরের জন্য কিন্তু দীর্ঘক্ষণ বসে থেকে বাড়িতে ফিরে আসি। থানা পুলিশ আমাদের কোন অভিযোগ নিতে রাজি হননি।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এই জায়গা নিয়ে এর আগে দুই পক্ষেই থানায় একাধিক পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। যেহেতু অস্থায়ী নিষেধাজ্ঞার স্টে-অর্ডার হয়েছে। আদালতের নির্দেশ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। তাই নতুন করে থানায় কোন অভিযোগ নেওয়ার প্রয়োজন মনে করিনি।

(এএম/এসপি/মার্চ ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test