E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলাপাড়ায় ১৭৪ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর

২০২৩ এপ্রিল ১৭ ১৪:৪২:০৫
কলাপাড়ায় ১৭৪ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় "ঐতিহাসিক দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা।

মুজিবনগর দিবস উপলক্ষে কলাপাড়ার বিভিন্ন বিদ্যালয়ের ১৭৪ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব ( মিনি ল্যাপটপ) তুলে দেন প্রধান অতিথি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান। এসময় তিনি স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হওয়ার আহবান জানান। কলাপাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নুরুজ্জামান এ ট্যাব বিতরন অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

(এমকেআর/এএস/এপ্রিল ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test