E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

২০২৩ এপ্রিল ২৮ ১৪:১৫:৫৫
কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত জালাল ফরাজী (৪৬) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

গতকাল দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। এই হত্যাকান্ডের প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার সকাল ১০টায় নিহতের বাড়ীর সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত ২৩ শে এপ্রিল সকালে কুন্টিয়ারচর গ্রামে জালাল ফরাজী ও সাইফুল ইসলাম তাদের পাটের জমিতে কাজ করছিল। সেই সময় একই এলাকার আবেদ মিস্ত্রি ট্রলি নিয়ে সাইফুল এর পাটের জমির মধ্য দিয়ে ভুট্টা আনতে যেতে চাই। জালাল ফরাজী ও সাইফুল নিষেধ করলে বাকবিতন্ডার একপর্যায়ে আবেদ মিস্ত্রি তার সহযোগীদের নিয়ে জালাল ফরাজীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুধুমাত্র পাট খেতে প্রবেশ করা নিয়ে নয় তাদের মধ্যে পূর্ব শত্রুতা বিরাজমান ছিল। এলাকায় মূলত দুটি সমাজে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিল। সেই গ্রুপিং এর কারনেই এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই হত্যাকান্ডের ঘটনায় ১০ জনকে আসামি করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদুল ইসলাম বলেন, ইতিমধ্যেই এই হত্যাকান্ডের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

(এমএজে/এএস/এপ্রিল ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test