E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে শিশু বায়েজিদ হত্যার মূলহোতা সেরেকুল গ্রেফতার 

২০২৩ মে ২৬ ১৮:৫৭:৫০
পলাশবাড়ীতে শিশু বায়েজিদ হত্যার মূলহোতা সেরেকুল গ্রেফতার 

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৮ নং মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালু খোলা গ্রামে চাঞ্চল্যকর চার বছরের শিশু আব্দুল্লাহ বায়েজিদ এর হত্যা মামলার মূলহোতাখ্যাত সেরেকুল ইসলামকে বগুড়া থেকে আজ শুক্রবার ভোরে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পলাশবাড়ী থানা পুলিশ। 

সেরেকুল ইসলামকে গ্রেফতারের মধ্য দিয়ে শিশু আব্দুল্লাহ বায়েজিদ এর হত্যা মামলার ১০ আসামীকে গ্রেফতার করলো পলাশবাড়ী থানা পুলিশ।

সেরেকুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মে বাড়ীর সামনে খেলা করতে গিয়ে বালুখোলা গ্রামের সৌদী প্রবাসীর ৪ বছরের শিশু পুত্র আব্দুল্লাহ বায়েজিদ নিখোঁজ হয়। এরপর ১৩ মে সন্ধ্যায় বালুখোলা গ্রামের ধান ক্ষেত হতে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় শিশুর মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে এ মামলায় মোট দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

(আর/এসপি/মে ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test