E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

২০২৩ মে ২৮ ১৮:৩৮:১৭
সালথায় ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় ভূমি সেবা সপ্তাহের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, মৎস্য অফিসার রাজিব রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীসহ সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় ভূমিসেবা বিষয়ক শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ জনগণকে ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ‘হাতের মুঠোয় ভূমি সেবা’ স্লোগানে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়। সালথায় খুব শীঘ্রই জমি রেজিস্ট্রেশনের পরপরই স্বাভাবিক প্রক্রিয়ায় নামজারী ও খারিজ কার্যক্রম সম্পন্ন হবে।

(এএন/এসপি/মে ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test