E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চায়ের রাজধানীতে ‘জাতীয় চা দিবস’ পালিত

সর্বোচ্চ চা উৎপাদনকারী ক্যাটাগরিতে পুরস্কার পেলো শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান 

২০২৩ জুন ০৪ ১৭:৩১:৩৫
সর্বোচ্চ চা উৎপাদনকারী ক্যাটাগরিতে পুরস্কার পেলো শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ‘চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প’ প্রতিপাদ্য নিয়ে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে চা এর রাজধানী শ্রীমঙ্গলে তৃতীয়বারের মতো জাতীয় চা দিবস উদযাপিত হয়েছে। এতে যোগ দেন বিভিন্ন চাবাগানের মালিক, কর্মকর্তা, চা সেক্টর সংশ্লিষ্ট শ্রমিক নেতাসহ চা শ্রমিকরা।

রবিবার (৪ জুন) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত ‘জাতীয় চা দিবস’ উদযাপন এবং প্রথমবারের মতো ‘জাতীয় চা পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, টি ট্রেডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান ও এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘জাতীয় চা পুরস্কার ২০২৩’ প্রদান করা হয়। আটটি ক্যাটাগরিতে আট ব্যক্তি/প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি ও সনদ হস্তান্তর করেন প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এদিকে চা দিবসে ৮টা ক্যাটাগরিতে প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে পুরস্কার পেয়েছেন ১) একর প্রতি সর্বোচ্চ চা উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান, ২) সর্বোচ্চ গুণগতমান সম্পন্ন চা বাগান ক্যাটাগরিতে হবিগঞ্জের বাহুবল উপজেলার মধুপুর চা বাগান, ৩) শ্রেষ্ঠ চা রপ্তানিকারণ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আবুল খায়ের কনজুমার প্রডাক্টস লিমিডেট, ৪) শ্রেষ্ঠ ক্ষুদ্রায়ত চা উৎপাদনকারী ব্যক্তি ক্যাটাগতিতে মো. আনোয়ার শাহদাত সম্রাট, চাকলাহাট, পঞ্চগড়, ৫) শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান ক্যাটাগরিতে জেরিন চা বাগান, শ্রীমঙ্গল, ৬) বৈচিত্র্যময় চা বাজারজাতকরণ ক্যাটাগরিতে কাজি এন্ড কাজি, তেতুলিয়া, পঞ্চগড়, ৭) দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন মোড়কে চা বিপণন ক্যাটাগরিতে সুলতান টি, ঠাকুরগাঁও, ৮) শ্রেষ্ঠ চা পাতাচয়নকারী ব্যক্তি ক্যাটাগরি উপলক্ষ্মী ত্রিপুরা, নেপচুন চা বাগান, ফটিকছড়ি, চট্টগ্রাম।

এছাড়া দিবস উপলক্ষ্যে দিনব্যাপী চা মেলার আয়োজন করা হয়েছে। চা মেলায় টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ টি এসোসিয়েশন, ইস্পাহানি টি কোম্পানি লি., ফিনলে, টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, আবুল খায়ের কনজুমার্স লি. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, লন্ডন টি এক্সচেঞ্জ, কাজী এন্ড কাজী টি কো. লি. সিটি গ্রুপ, বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের চা প্রদর্শন বিক্রি স্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৪ জুন থেকে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চা শিল্পে জাতির পিতার অসামান্য অবদান ও চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখকে স্মরণীয় করে রাখতে ২০২০ সালের ২০ জুলাই মন্ত্রিসভার বৈঠকে ৪ জুনকে ‘জাতীয় চা দিবস’ ঘোষণা করা হয়।

(একে/এসপি/জুন ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test