E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৪

২০১৪ অক্টোবর ২৮ ১২:০৫:৩৮
চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি : সোমবার দিবাগত রাতে  চুয়াডাঙ্গায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি তাজু মণ্ডলসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশীদুল হাসানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত করিম মলের ছেলে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি তাজুল মণ্ডল (৪০), একই গ্রামের ঝন্টু মণ্ডলের ছেলে সজল (২৫), পুরাতন তেঁতুলিয়া গ্রামের আইজেল আলীর ছেলে শরীফ উদ্দীন (৩৫), সদর উপজেলার খেজুরিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে হাফিজুল ইসলাম (২২), আজিবারের ছেলে ইকরামুল হক (২৮), হাজরাহাটি গ্রামের জামাল হোসেনের ছেলে লিংকন হোসেন (২৭), শহরের সাদেক আলী মল্লিক পাড়ার মতলেব আলীর ছেলে লাল চাঁদ (৪২), আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিলা গ্রামের মৃত আবের মণ্ডলের ছেলে মজনু মণ্ডল (৪৫), একই গ্রামের মৃত খোকাই মণ্ডলের ছেলে বশির (৫০), জিয়ালা গ্রামের বুদোর ছেলে মমিন (২৬), শিশিরদাড়ি গ্রামের ফজলু রহমানের ছেলে সিদ্দিক মালিতা (৪০), দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত ইদু মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম (২৭), বাড়াদী গ্রামের লিয়াকত আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৪) ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের আব্দুল হানিফের ছেলে আব্দুস সামাদ (৩২)।

থানার ওসিরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিআর ও সিআর মামলা রয়েছে।

(ওএস/এনডি/অক্টোবর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test