E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহাদেবপুরের কালনা বিলে ৬ মণ মাছের পোনা অবমুক্ত

২০২৩ জুলাই ২৩ ১৭:৫৪:৩৬
মহাদেবপুরের কালনা বিলে ৬ মণ মাছের পোনা অবমুক্ত

নওগাঁ প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই শ্লোগানে নিজ উদ্যোগে নওগাঁর মহাদেবপুরের মাতাজীহাটের কালনা বিলে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

আজ রবিবার সকালে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান। তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইউনিয়নবাসী।

রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান বলেন, কালনা বিলে যাতে সারাবছর মাছ থাকে এবং নি¤œ আয়ের মানুষের আমিষের চাহিদা পুরুন করতে পারে। আর যারা সারাবছর মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের জন্যই মুলত এ ব্যবস্থা। একই সাথে তিনি সকল ধরনের কারেন্ট জাল না ফেলা ও পোনা মাছ না ধরার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।

এ সময় উপজেলা মৎস কর্মকর্তা, ইউপি সদস্য ও সচিবসহ সকল শ্রেনী পেশার লোকগন উপস্থিত ছিলেন। কালনা বিলে ৬ মন বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া ডেঙ্গু থেকে ইউনিয়নবাসীকে রক্ষায় লিফলেট বিতরন এবং মশক নিধনে ফগার মেশিনের মাধ্যমে মশা মারা বিশ ছিটানো হয়।

(বিএস/এসপি/জুলাই ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test