E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাণীনগরে সিএনজি-মোটরবাইক সংঘর্ষে শিশু নিহত

২০২৩ জুলাই ২৪ ১৭:৩৯:১৯
রাণীনগরে সিএনজি-মোটরবাইক সংঘর্ষে শিশু নিহত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরো ৫ জন।

আজ সোমবার উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হুমাইরা খাতুন (৪) জেলার ধামইরহাট উপজেলার চৌঘাট গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।

আহতরা হলেন; উপজেলার লোহাচুড়া গ্রামের সিএনজি চালক লেবু হোসেন (৫০), মোটরবাইক চালক মোয়াজ্জেম হোসেন (৫২), গুয়াতা এলাকার মোসারফ হোসেন (২৮), কালীগ্রামের সাব্বির (১৬) ও সাব্বিরের মা সালমা (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এদিন সকালে সিএনজিটি যাত্রী নিয়ে আবাদপুকুর থেকে রাণীনগরের দিকে আসছিল। একই সঙ্গে মোটরবাইকটিও রাণীনগর অভিমূখে রওনা দেয়। পথিমধ্যে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি একটি ব্রিজ দিয়ে এবং মোটরসাইকেল অপর একটি ব্রিজ দিয়ে সড়কে নামার সময় সংঘর্ষ বাঁধে। এ সময় সিএনজিটি যাত্রী নিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আর মোটরবাইক চালক সড়কে ছিটকে পড়েন। এতে সিএনজির যাত্রী, চালকসহ ৫জন ও মোটরবাইক চালক আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর আহত সিএনজি চালক লেবু, সিএনজির যাত্রী শিশু হুমাইরা ও মোটরবাইক চালক মোয়াজ্জেমের অবস্থা আশঙ্কাজনক হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু হুমাইরা মারা যায়। আর উন্নত চিকিৎসার জন্য সিএনজি চালক লেবু ও মোটরবাইক চালক মোয়াজ্জেমকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

(বিএস/এসপি/জুলাই ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test