E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নওগাঁয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

২০২৩ জুলাই ২৫ ১৮:৩০:৫৯
নওগাঁয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি : র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল নওগাঁর ধামইরহাট উপজেলায় অভিযান চালিয়ে ধুরইল গ্রাম থেকে ১৯২বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী হৃদয় হোসেন (২৪) কে আটক করেছে। আটক হৃদয় উপজেলার ধুরইল গ্রামের মেসবাউল সরকার খাঁনের ছেলে। 

আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন তার নিজ বাড়িতে মাদকের একটি বড় চালান এনে মজুদ করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল সোমবার দিনগত মধ্যরাতে (২৫ জুলাই) অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হৃদয় হোসেনকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে আসামীর দেখানো এবং সনাক্তমতে তার নিজ শয়ন কক্ষের ট্রাংকের ভিতর তালাবদ্ধ অবস্থায় থাকা বস্তার ভিতর হতে ১৯২বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে নওগাঁ, বগুড়া ও ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ তে একটি মামলা রুজু করে হৃদয়কে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(বিএস/এসপি/জুলাই ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test